নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন শনিবার। সকাল ৮টা থেকে প্রথমবারের মত ইভিএম-এ নির্বাচন শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নোয়াখালী জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১১টায় প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ নির্বাচনী প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। প্রয়োজনের চাইতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ইভিএম মেশিন সংরক্ষিত রাখা হয়েছে বলে সহকারী রিটার্নিং অফিসার ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ আনোয়ার খালেদ জানিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা শুরু থেকে এখন পর্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দিয়ে আসছেন। এ কারণে শনিবারের এ ভোট নিয়ে ভোটার, সাধারণ মানুষসহ কারও মধ্যে এ নির্বাচন নিয়ে কোন উদ্বেগ, উৎকন্ঠা ও সংশয় নেই।
মেয়র আবদুল কাদের মির্জা বিরোধীরা ছাড়া আর কারও মধ্যে এ নির্বাচন নিয়ে কোন উত্তাপ ও উত্তেজনাও নেই।
নোয়াখালী জেলা নির্বাচন অফিস ও নোয়াখালী জেলা প্রশাসক সূত্রে জানা যায়, একটি নির্ভেজাল ও সংশয়মুক্ত নির্বাচন অনুষ্ঠানে এখানে ৯টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ জন ম্যাজিস্টেট, ৩টি টিমে ২৪ জন র্যাব, চার প্লাটুন বিজিবি সদস্য এবং ২০০ জন পুলিশ দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার জন্য সার্বক্ষণিক থাকবে পাঁচজন পুলিশ ও ১৩ জন করে আনসার সদস্য। ৩টি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স ও সাতটি জরুরি টিম রাখা হয়েছে।
বসুরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। পুরুষ ১০ হাজার ৬২১ এবং মহিলা ১০ হাজার ৪৯৪ জন। মোট ৯টি কেন্দ্রে বুথ সংখ্যা ৬১টি।
বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র ৩ জন মেয়র পদে, সংরক্ষিত ৩টি মহিলা কাউন্সিলর পদে ৭ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জনসহ মোট ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply