বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর আলাইয়ারপুর ইউনিয়নে লোয়ারী বাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটারে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) ভোর ৬.৩০টায় আগুনের সূত্রপাত হয়। লোয়ারী বাড়ীর বাসিন্দা নুরুল হুদা জানান, আমার বসত ঘরের পার্শ্বে পল্লী বিদ্যুতের একটি পিলার (খুটি) ট্রান্সমিটার লাগানো আছে। প্রায় সময় উক্ত ট্রান্সমিটারে আগুন লাগে। এতে আমি আমার পরিবার ও ছোট ছোট নাতি-নাতনি নিয়ে সব সময় আতংকের মধ্যে বসবাস করছি । ভোর রাতে যখন ট্রান্সমিটরে আগুন লাগে তখন আমি নামাজ পড়ে বসেছি তখনি পার্শ্বের ঘর থেকে আগুন আগুন বলে চিৎকার শুরু করলে ঘর থেকে বাহির হয়ে দেখি আমার ঘরের সাথে বিদ্যুতের পিলার (খুটি)তে আগুন । তখন সবাইকে ঘর থেকে বেরহতে বলি। অনেকক্ষণ আগুন জ্বলার পর নিভে যায়। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা এসে দেখে এবং পরে পিলার বদলি করে দিবে বলে চলে যায় । নরুল হুদা আরো জানান, যদি আমার বসত ঘরের পার্শ্বে থেকে বৈদ্যতিক পিলার (খুটি)টা সরানো না হয় তাহলে ভবিষৎ উক্ত পিলার (খুটি) থেকে আগুন লেগে আমার বসত ঘর সহ বড় দরনের ক্ষতি এবং হতাহতের মত গঠনা গঠতে পারে। আমি পল্লী বিদুৎ সংশ্লিষ্ট উদ্ধতন কর্মকর্তার সু-দৃর্ষ্টি কামনা করছি।
Leave a Reply