বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসন ও ‘১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে শহরের রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমির মাঠ থেকে শুরু করে রায়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে উদ্ভোদনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় ম্যারাথনে ইউএনও সাবরীন চৌধুরীর নেতৃত্বে এসিল্যান্ড আক্তার জাহান সাথী, ওসি আবদুল জলিল, সরকারি হাসপাতালের ডাক্তার জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা একেএম মোস্তাক আহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা শরিফ হোসেন, পিআইও দিলিপ দে, কুমিল্লা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষার্থীসহ বিপুল মানুষ অংশগ্রহন করেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, সারাদেশের ন্যায় রায়পুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যরাথনে সকলের অংশগ্রহন করায় কৃতজ্ঞতা জানাই। ফজর নামাজের পর ভোর বেলায় ম্যারাথন করার অনুরোধও জানাই। এতে শরীর ও মন ভালো থাকবে বলেও পরামর্শ দেন।
Leave a Reply