নিজস্ব প্রতিবেদক:
রায়পুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী একটা মরা হাতি। নৌকা প্রার্থীর কাছে কিছুই না। গত নির্বাচনে রায়পুরে ৬শ ভোট পেয়েছে বিএনপি। বিএনপির আরো শক্ত প্রার্থী রয়েছে। তাদেরকে দিতে পারতো।
লক্ষ্মীপুরের রায়পুরে নৌকার প্রার্থী রুবেল ভাটের নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট নয়ন আরও বলেন, বিএনপি প্রার্থী এবিএম জিলানী ৬১ ফৌজদারি মামলার আসামী। তারা অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। অস্ত্রের উপর ভর করে তারা ভোট করে। রায়পুরে ভোটে কোন সন্ত্রাসী দেখলে পুলিশে দিবো।
রায়পুর পৌরসভার নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।
রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকী বিল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন খোকন, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হবে। এতে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য। ধানের শীষের প্রার্থী এবিএম জিলানী রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের মেয়র। এ পৌরসভায় হাতপাখা প্রতীকে আবদুল খালেক ও আরও ২ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply