প্রতিদিনের খবর ডেস্কঃ
আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্র সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত জারি করা নির্দেশনায় বলা হয়েছে, করোনা বিস্তারের কারণে চলমান এসএসসি পরীক্ষা-২০২১ এ বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। আদেশে আরো বলা হয়েছে, এসসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করার কোন সুযোগ নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, গত ১এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। গতকাল ৭ এপ্রিল ছিল জরিমানা ছাড়া ফরমপূরণের শেষ সময়। কিন্তু ৫ এপ্রিল থেকে দেশজুড়ে চলাচালে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরমধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এ নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত রাখার কথা জানায় শিক্ষাবোর্ড। এনএমএস।
Leave a Reply