বিশেষ প্রতিনিধি :
সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী থেকে নব-নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। বৃহস্প্রতিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান।
জেলার সুচর্নচর উপজেলা চেয়ারম্যান আনম খায়রুল আলম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ও চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ নেন। এর আগে বুধবার বিকালে চাঁদপুরে শপথ নেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
এদিকে মামলার কারণে সদর উপজেলায় নির্বাচন হয়নি। এখানে বর্তমনে চেয়ারম্যান হিসেবে আছেন শিহাব উদ্দিন শাহিন। এছাড়া কবির হাট উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সহিংসার কারণে নির্বাচন কমিশন সেখানে নির্বাচন স্থগিত ঘোষনা করেন। আগামী ৫ এপ্রিল কবিরহাটে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এখানে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরাম ও সাবেক পৌর মেয়র আলা বক্স তাহের টিপু চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
Leave a Reply