বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু নির্দেশে ও জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানর ১২নং চরশাই ইউনিয়নের কৃষক আবদুর রহমানের জমির ধান কেটে দিয়েছেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কৃষকের পরিবার খুশি হয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ এ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় পাকা ধান কেটে দেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মোহন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ নেতা নোমান, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি শাহাদাত, ১৩নং দিঘুলী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াছিন আরাফাত সজিব, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এমরান মাহামুদুল, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌস, দিঘুলী ৭নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক রাসেল ইসলাম জীবন, যুগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম সাওন প্রমূখ।
Leave a Reply