বিশেষ প্রতিনিধি:
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাঁদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিব বর্ষে গড়ব দেশ’। প্রায় এক মাস ধরে ‘লকডাউন’ চলছে দেশে। এর বড় শিকার গাড়িচালক, দিনমজুর, কৃষিশ্রমিক, দোকানদার, ফুটপাতের ছোট ব্যবসায়ী, রিকশাচালক। খেটে খাওয়া কর্মজীবী এই মানুষেরা এখন ঘরবন্দী। সুদিন ফেরার আশায় দিন গুনছেন তাঁরা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহান মে দিবস উপলক্ষে ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে শ্রমিকদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। শনিবার বিকেলে ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে শ্রমিকদের মাঝে ইফতারী বিতরণের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, থানা শ্রমিকলীগের সভাপতি ইয়াকুব মিয়া, সাবেক থানা শ্রমিকলীগের আহবায়ক মো: ইসমাইল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. দুলাল মিয়া, শ্রমিকলীগ নেতা মো. সেলিম, নাদিম মাহমুদ অন্তরসহ অন্যন্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply