বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যার ভি পির জানাযা শেষে দাফন সম্পূর্ন হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরন, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যা খান সোহেলসহ বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যা ৭টায় মরহুমের প্রথম জানাজা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দু স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে শনিবার (১৫ মে) দুপুর পৌনে ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন ।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন থেকে নানা রোগে ভুগছিলেন। শনিবার ভোর ৫টার দিকে তিনি হার্ট অ্যাটাক করলে তাকে চৌমুহনীর লাইভ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে দুপুর পৌনে ১টার দিকে ফেনীর দাগনভূঞা বাজারে তার মৃত্যু হয়।
তিনি চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় পড়াশোনা করেন। এরপর চৌমুহনী সরকারি এস এ কলেজে ১৯৬৯,ও ১৯৭২ সালে টানা দুইবার ভিপি নির্বাচিত হন। এরপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে জেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। বেগমগঞ্জ উপজেলায় ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
Leave a Reply