বিশেষ প্রকিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জন হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৮টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালী সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, জেলায় নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলার ৭৮ জন। এ উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক সপ্তাহে এ উপজেলার নোয়াখালী পৌর এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে। সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, জেলায় নতুন আক্রান্তের হার শতকরা ৩৪ দশমিক ৭৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আট হাজার ৯৭২ জন হয়েছে। সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৭০ রোগী। এছাড়া জেলায় মোট আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৩৪ জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
Leave a Reply