বিমেষ প্রতিনিধি :
বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কমিল মাদ্রাসার উদ্যোগে রোববার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ,এইচ,এম আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) নুর আলম, আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমূখ। মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় মোনাজাত পরিচলনা করেন, মাদ্রসার আরবি প্রভাষক মাওলানা আব্দুস ছবুর।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। তিনি আরো বলেন, পুলিশী তৎপরতার কারণে দেশে এখন কালো চিন্তার মানুষরা দুর্বল হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে ছাত্রীদেরকে উত্ত্যক্ত করলে তাৎক্ষণিকভাবে প্রসাশনিক ব্যবস্থা নেয়া হবে। মাদক নির্মূলে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে।
Leave a Reply