লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের হাজিরহাট উপকূল সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মিলন (২৭)। তিনি উপজেলার হাজিরহাট এলাকার মুফতি আব্দুল কাদেরের বাড়ির দুলাল মিস্ত্রির ছেলে।
আহতরা হচ্ছেন-একই এলাকার মো. ফাহিম, মো. আরিফ ও মো. শামীম। তাদের মধ্যে ফাহিমকে ঢাকা পঙ্গু হাসপাতাল এবং অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে হাজিরহাট বাজারের টিন ব্যবসায়ি মো. ফারভেজের ছেলে মো. ফাহিম মোটরসাইকেযোগে চরলরেন্স যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের হাজিরহাট উপকূল সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক (চট্ট মেট্টো-ট-১১-৬৩১৯) ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পথচারী মিলন, আরিফ ও শামীমের ওপর উল্টে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ওই তিন পথচারী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতিতে ফাহিম ও মিলনকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাতেই মিলনের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply