বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ও দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চরশাহী ও দিঘলী ইউনিয়নের এতিম মাদ্রাসার ছাত্রদের নিয়ে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল, সাইফুর রহমান জিকু, দিঘলী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন, প্রচার সম্পাদক জুয়েল হোসেন, জনতা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সোহেল মাহমুদ, ছাত্রলীগ নেতা অনিক রহমান, কাউছার আহাম্মদ রিয়াজ, এম সজিব, হৃদয় পাটওয়ারী, চরশাহী ইউনিয়ন রাজিব হোসেনসহ সংগঠনের নের্তৃবৃন্দ।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, আজ বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের দিন। ২০০৪ সালের এ দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী শাহাদতবরণ করেন। খুব অল্পের জন্য বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ একঝাঁক সিনিয়র নেতা। স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী।
বাবলু বলেন, গ্রেনেড হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায়এনে ফাঁসির দাবি জানান এই নেতা।
দোয়া ও মোনাজাত শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply