প্রতিদিনের খবর ডেস্ক :
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপিল আবেদন গ্রহণের বিষয়ে শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে দেওয়া ১০ লাখ টাকা অর্থদণ্ড স্থগিত করেছেন এই বেঞ্চ।
এই মামলার নথিপত্র আগামী দুই মাসের মধ্যে প্রদান করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। এরপর শুনানীর তারিখ নির্ধারণ করা হবে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন ও বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালমা সুলতানা।
খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফাইল পাওয়ার পরে তার (খালেদা) জামিন আবেদন শুনানি করবেন আদালত।
রাষ্ট্রপক্ষের ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে উপস্থিত ছিলেন এ্যাড. খোরশেদ আলম খান।
দুর্নীতির এ মামলায় গত বছরের ২৯ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply