নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনীতে সহিংতায় ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন করেছেন চৌমুহনী সরকারী সালেহ আহম্মদ কলেজের সাবেক ছাত্রনেতারা।
আজ বিকালে ক্ষতিগ্রস্ত চৌমুহনীর ব্যাংক রোর্ডের
রামভাই আশ্রম, রাধাজিউর মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন শেষে তারা
সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এম এ জাহের, সুপ্রিম কোর্টের আইনজীবী এম এন জামান,
ভিপি শাহজাহান সাত্তার, ভিপি আবদুল মান্নান, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুক, এম এ আউয়াল, আবু ছায়েম আহম্মদ, ইঞ্জিনিয়ার শেখ শহিদ, সালাহ উদ্দিন, আবুল কালাম আজাদ, মঞ্জুর কাদের চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তদন্তের নামে কালক্ষেপন না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এসে দ্রুত বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে বিশেষ প্রকল্প গ্রহন করে ক্ষয়ক্ষতি পরিমান অনুযায়ী সহযোগীতা প্রদান ও ভবিষ্যতে যেন এমন ঘটনা দেশে আর না ঘটে তার জন্য রাজনৈতিক ও সামাজিক সহঅবস্থান সৃষ্টির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
Leave a Reply