জার্মানির বার্লিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আইনুল আহমেদ তানভীর লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তাঁর বাবা প্রবীণ আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইনুল আহমেদ তানভীর বলেন, “চন্দ্রগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই। যোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতার খাতিরে দলমত নির্বিশেষে চন্দ্রগঞ্জ ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ।” তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হতে চান বলেও মন্তব্য করেন।
এসময় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবীণ আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন বলেন, “বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়া বড়ই সৌভাগ্যের বিষয়। আমার ছেলে আইনুল আহমেদ তানভীর জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।”
তিনি আরো বলেন, “আগামী দিনে চন্দ্রগঞ্জকে পৌরসভা এবং উপজেলা করার পথ সুগম করতে নৌকার বিজয় সুনিশ্চিত করবে এই এলাকার জনগণ। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জন করতে চাই।”
প্রসঙ্গত; লক্ষ্মীপুর জেলার এমন একটি ইউনিয়ন চন্দ্রগঞ্জ। যেখানে পূর্ণাঙ্গ একটি থানা, একটি হাইওয়ে থানা, একটি সাব রেজিস্ট্রি অফিস, এমপিওভুক্ত একটি বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে।
Leave a Reply