বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার বসুদুহিতা গ্রামের ওয়ার্ড বিএনপির সদস্য আনোয়ার হোসেনের পাশে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ।
লক্ষ্মীপুর সদর উপজেলার বসুদুহিতা গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে আনোয়ার।তার তিনটি সন্তান রয়েছে। আনোয়ার বাসের হেলপারের কাজ করে কোনোমতে সংসার চালাতেন।
জানাযায়, নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবার হাট নামক স্থানে গত ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হন আনোয়ার হোসেন। আনোয়ার যমুনা এক্সপ্রেস গাড়িতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলেও অবস্থার উন্নতি না দেখে পরে তাকে ঢাকায় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার দুটি পায়ের মাংস থেঁতলে গেছে, তাতে বর্তমানে পচন ধরা আরম্ভ করেছে। এ অবস্থায় তাকে বাঁচানোর জন্য তার ডান পা কেটে ফেলা হয়েছে। এত ব্যয় বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা মা-বাবা হারা আনোয়ারের পক্ষে সম্ভব নয়।
খবর পেয়ে আনোয়ারের পাশে দাঁড়িয়েছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহাম্মদ।। তিনি তার উদ্যোগে শুক্রবার (১৪জানুয়ারি) বিকেল ৫টার সময় আনোয়ারের বড়িতে গিয়ে তাঁর বসতঘর দেখেন এবং তার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা এলাকার মো. কামাল হোসেনের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হান্নান ভুঁইয়া, সদর থানার যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এনায়েত উল্যাহ, জেলা সেচ্চাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর খাঁন, ইউনিয়ন ছাত্রদলের প্রথম যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সায়েম, যুগ্ম-আহ্বায়ক মো. জাবেদ, ৭নংওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন সহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply