বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি সভা।
আওয়ামীলীগের জয়নাল আবদিন ও কাজী সোলাইমান পক্ষ চন্দ্রগঞ্জ গন মিলতনায়তনে বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবদিন।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য এম. ছাবির আহাম্মেদ, আইনুল আহম্মেদ তানভির, মোশারেফ পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, কামরুজ্জামান নিজাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, কফিল উদ্দিন বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগ নেতা ও ইউ’পি সদস্য শাহ পরান শাকিল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নাদিম মাহমুদ অন্তর প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।
আওয়ামীলীগের অপরপক্ষ বিকাল ৩টায় চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের সামনে গিয়াস উদ্দিন ও শিপন খলিফা পক্ষ আলোচনা সভা আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করবেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা করেন, চন্দ্রগঞ্জ থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিপন খলিফা, আওয়ামীলীগ নেতা আমির হোসেন, যুবলীগের আহবায়ক শাহাবুদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আবদুর রাজ্জাক রিংকু, যুবলীগ নেতা মোবাশ্বের বিল্লাহ, সেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভুঁইয়া, সাবেক ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ হোসেন জয় প্রমূখ।
ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply