বিশেষ প্রতিনিধি :
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন। রোববার রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত ওসি মোসলেহ উদ্দিন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুন নূর (স্বাধীন সংবাদ), প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহিম (স্টাফ রিপোর্টার, মুক্ত বাঙালী), প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন, জাতীয় নিশান), প্রেসক্লাবের সদস্য রাকিব হোসেন আপ্র (দৈনিক অধিকার ও নোয়াখালী টিভি)।
এসময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান হোসেন (সকালের সময়), প্রেসক্লাবের প্রচার সম্পাদক মামুনুর রশিদ (সম্পাদক উপকূল কন্ঠ), প্রেসক্লাবের সদস্য মনির হোসাইন (দৈনিক জবাবদিহি) ও কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু (নোয়াখালী সময়)। আমন্ত্রিত সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন, মহিউদ্দিন লিটন (লক্ষ্মীপুর.টিভি) ও তানভীর আহমেদ রিমন (স্টাফ রিপোর্টার, দৈনিক নতুন চাঁদ)।
প্রধান অতিথির বক্তৃতায় নবাগত ওসি মোসলেহ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। যারা অপরাধী তারা যেন চন্দ্রগঞ্জ থানা এলাকায় না থাকেন। তিনি বলেন- মাদক, কিশোরগ্যাং, ইভটিজিং, সন্ত্রাস এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করা হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের আন্তরিক সহায়তা কামনা করেন। এরআগে মতবিনিময় সভায় নবাগত ওসি উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত; চন্দ্রগঞ্জ থানায় গত ২২ ফেব্রুয়ারী ওসি হিসেবে যোগদান করেন মোসলেহ উদ্দিন। এরআগে তিনি কমলনগর থানায় ওসি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। মোসলেহ উদ্দিন চন্দ্রগঞ্জ থানায় বিদায়ী ওসি একে ফজলুল হকের স্থলাভিষিক্ত হন।
Leave a Reply