বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ.লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় চন্দ্রগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নে একযোগে এই বিক্ষোভ ও সমাবেশ করা হয়। এসময় এ্যানি চৌধুরীসহ বিএনপির আন্দোলনের হুমকির কঠোর সমালোচনা করেন দলের নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা এম ছাবির আহম্মদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব কন্টেক্টর, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান জিকু ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এদিকে জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারীসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত শনিবার লক্ষ্মীপুরে বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ওই সমাবেশে তিনি গাছ কেটে রাস্তা অবরোধসহ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য রেখে বলেন, মাইরের উপর কোন ওষুধ নাই। এতে আওয়ামী লীগের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
Leave a Reply