বিশেষ প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন াউপলক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) বিকেলে স্থানীয় গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।
বিশেষ অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আইনুল আহম্মেদ তানভীর।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন কাজল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগসহ দলের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী আলোচনা সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা ১৫ই আগষ্টের হত্যাযজ্ঞ, ইনডেমিনিটি আইনের মাধ্যমে হত্যার বিচার বন্ধ করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণ করেন এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী চক্রান্তের কঠোর সমালোচনা করেন নেতৃবৃন্দ।
Leave a Reply