বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় মানবাধিকার ইউনিটি চন্দ্রগঞ্জ শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির মাঝে আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা শুক্রবার বিকালে চন্দ্রগঞ্জ সিঙ্গার শোরুমের ৩য়তলায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার ইউনিটির নবগঠিত চন্দ্রগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার ইউনিটির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার ইউনিটির লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. আবুল হোসেন খাঁন, আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আরশাদ মাওলা।
জাতীয় মানবাধিকার ইউনিটি নবগঠিত চন্দ্রগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা ও নবগঠিত চন্দ্রগঞ্জ শাখার অন্যান্য সদস্য বৃন্দ।
লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উল্যাহ বলেন, আমি সমাজের বঞ্চিত, অবহেলিত মানুষের অধিকার আদায়ের লক্ষে নিজের পকেটের টাকা খরচ করে অন্যের অধিকার প্রতিষ্ঠা করাই জাতীয় মানিবাধিকার ইউনিটির প্রধান লক্ষ ও উদ্দেশ্য। তাই অত্র কমিটির সকলের মধ্যে যারা বিনা প্রতিদানে অন্যের অধিকার প্রতিষ্ঠায় নিরলশ ভাবে কাজ করে যাবে তারাই এই চন্দ্রগঞ্জ কমিটির যাথা যথ দায়িত্ববান ব্যক্তি বলে বিবেচিত হবে।
লক্ষ্মীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. আবুল হোসেন খাঁন বলেন, ১৯৪৮ সালে জাতীয়সংঘ কতৃর্ক বিভিন্ন রাষ্ট্র প্রধানদের উপস্থিতিতে ৩১টি ধারা লিপিবদ্ধের মাধ্যমে এই জাতীয় মানবাধিকার ইউনিটি প্রতিষ্ঠা লাভ করে একজন মানুষের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও আইনী সেবা এই ছয়টি অধিকার বাস্ত বায়নের লক্ষে জাতীয় মানবাধিকার ইউনিটি নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে এবং অত্র নবগঠিত কমিটির নেতৃবৃন্দুকে তাহা বাস্তবায়নের জন্য অনুপ্রানিত করেন।
লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরশাদ মাওলা বলেন, জাতীয় মানবাধিকার ইউনিটি হলো নিপিড়ীত, মজলুম, আইনের অধিকার ও বিচার থেকে বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল। কারন এতে দলমত নির্বিশেষ সকল পেশার লোক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের অধিকার বাস্থবায়নের লক্ষ্যে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে নবগঠিত চন্দ্রগঞ্জ শাখার সাত জনের মাঝে নতুন আইডি কার্ড বিতরণ করা হয় এবং উপস্থিত অনেকেই সদস্য ফরম পূরন করেন।
Leave a Reply