মো. আলাউদ্দিন:
প্রতি বছরেরনেয় এবারেও ভালো লাভের আশায় আঁখ নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ আসেন চাঁদপুর, ফরিদগঞ্জসহ বিভিন্ন উপজেলার চাষিরা। দাম কম হওয়া আঁখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা।
জানা গেছে, চাঁদপুর ও ফরিদগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে আঁখ নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা প্রাইম হসপিটালের পশ্চিম পাশ্বে বিক্রি করতে নিয়ে আসেন চাষিরা। এই খানে নোয়াখালী, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, চন্দ্রগঞ্জ, সেনবাগসহ বিভিন্ন হাট-বাজার থেকে খুচরা বিক্রিতারা আঁখ কিনতে আসেন।
চাঁদপুর থেকে আসা আবুল হোসেন, লাল মিয়া, মফিজ মিয়া বলেন, ন্যায্যমূল্য না পাওয়া ও বিক্রির সময় হয়রানির কারণে আঁখচাষিরা বিমুখ হয়ে যাচ্ছেন। আঁখ বিক্রি করতে নানা হয়রানির শিকার হতে হয়। পাশাপাশি, আঁখ চাষের এক মৌসুমে অন্য ফসল তিনবার আবাদ করা যায় বলেও জানান তারা। আবার বাজারে কমেছে আঁখের দাম প্রতি পিজ আঁখের দাম আঁকার (সাইজ) বুঝে ১৫ থেকে ০৬টাকা হারে পাইকারী বিক্রি করেতে হচ্ছে কিন্তু উৎপাদন খরচ গাড়ি ভাড়া তার ছেয়ে অনেক বেশি। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি। তাই সামনে আঁখ চাষ নাও করতে পরেন বলে জানান তারা।
Leave a Reply