বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে মদিনাতুল কোরআন মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মদিনাতুল কোরআন মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মদিনাতুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. আলতাফ হোসাইনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন আল-আশরাফ মাদ্রাসার পরিচালক মাও. হাফেজ লুৎফর রহমান, আত্ তামরীন মাদ্রাসার পরিচালক ও চেয়ারম্যান মাও. আবদুর রসিদ ইউসুফ, নুরেমদিনা মাদ্রাসার পরিচালক মাও. ফয়জুল্লাহ, সাংবাদিক ও অভিভাবক মো. আলাউদ্দিনসহ মাদ্রসার অভিভাবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বক্তরা অভিভাবকদের উদ্দেশ্য বলেন, সব শিক্ষার্থী সমান মেধাবী নয় তাই শিক্ষা প্রদানে আরও যতনবান হতে হবে। আপনাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার মানউন্নয়নে অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে তবেই আপনাদের ছেলে মেয়েরা ভালো ভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আজকের দিনের শিক্ষিত ছেলে মেয়েরা বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক হিসাবে দেশের উন্নতি সাধনে অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।
আগামী ১৭ ডিসেম্বর মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে ১৬জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
Leave a Reply