শিরোনাম:
পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন জাতীয়তাবাদী শ্রমিকদলের মতবিনিময় সভা লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত -৩, আহত ২০জন কফিল উদ্দিন বিশ্ববিদ্যাল কলেজ সভাপতির আগমন উপলক্ষে আনন্দ মিছিল লক্ষ্মীপুরের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির সভাপতি কাউছার, সম্পাদক মহিন

চন্দ্রগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২
  • 581 Time View

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন থেকে ফেরারপথে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রলীগনেতা খান মাহমুদ সুজন ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু গুরুত্বর আহত হয়েছেন। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির মোস্তফার দোকান নামক স্থানে এঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামীলীগ এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দায়ী করেছেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এই হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের দুইটি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন একসাথে আয়োজন করা হয় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বুধবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সম্মেলনের সভা চলছিল।
সভা শেষে মোটরসাইকেল যোগে চন্দ্রগঞ্জ বাজারের দিকে রওনা হন ছাত্রলীগ নেতা খান মাহমুদ সুজন ও কৃষকলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহজাহান সাজু। পথে মোস্তফার দোকান নামক স্থানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। পরে দলের অন্যান্য নেতা-কর্মীরা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে সুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ভূঁইয়া হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, চন্দ্রগঞ্জে ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন থেকে ফেরার পথে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা সুজন ও সাজুর উপর অতর্কিত হামলা চালিয়েছে।
চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন, আমাদের দলের ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন ছিল পাঁচপাড়ায়। সেখান থেকে ফেরার পথে আমার কৃষকলীগের নেতা সাজু ও ছাত্রলীগ নেতা সুজনের উপর হামলা চালানো হয়েছে। তারা গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি অবিলম্বে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবী জানান।
হামলার অভিযোগ অস্বীকার করে চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম কালামুন্সি বলেন, আমি আজকে বিকেলে ঢাকা থেকে বাড়িতে এসেছি। আওয়ামীলীগের কারো উপর হামলার ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares