বিশেষ প্রতিনিধি:
এসো হাতে হাত রাখি, আলোকিত সমাজ গড়ি এই লক্ষ্যে মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আলোর পথ ফাউন্ডেশন মেধা শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লক্ষ্মীপুর সদর উপজেলার ৮টি স্কুল প্রায় ২০০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে।
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে ১ঘণ্টা ২০মিনিট ৬০ নম্বরের পরীক্ষায় অংশ করে।
উক্ত অনুষ্ঠানে আলোর পথ ফাউন্ডেশনের উপদেষ্টা শহ আলম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার সাইফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হাজিরপাড়া সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ হরিপদ মজুমদার টুটুল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোস্তাফিজুর রহমান, আলোর পথ ফাউন্ডেশনের সভাপতি রাহাজুল আমিন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সুজন, সহ-সভাপতি জাবেদ মাওলা, রায়হান হোসাইন, জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মানিকুর রহমান, মারুফ হোসাইন, প্রচার সম্পাদক মো. আলী প্রমূখ।
আলোর পথ ফাউন্ডেশনের সভাপতি রাহাজুল আমিন বলেন,ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমাদের মেধাবী মুখগুলোকে শিক্ষা বৃত্তি পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা আমাদের এই সংগঠনের লক্ষ। আশা করি এ পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।
সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সুজন বলেন, গত ১লা জানুয়ারী ২০২১ সালের কিছু আলোকিত মনের অধিকারী যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আলোর পথ ফাউন্ডেশন। যাহা সম্পূর্ণ অ-রাজনৈতিক ও সামাজিক সেবা মূলক মানবিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। আলোর পথ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানবিক সেবা মূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করা, সমাজের অবক্ষয় রোধে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও মোবাইল আসক্তি থেকে বের করে আনা, এলাকার গরিব অসহায় পরিবারের বোনের বিয়েতে আর্থিক সহযোগিতা করা, রমজান উপলক্ষে এলাকার অসহায় ও গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানে ট্যান্টলফুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেড এই তিন ক্যাটাগরিতে পরিক্ষার ফল প্রকাশ করে মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ, সনদ ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply