বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐহিত্য হিসেবে স্বীকৃতি লাভে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে র্যালি, আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
আলোচনা সভায় ও র্যালিতে অংশগ্রহণ করেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী, উপাধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদ সদস্য, বাবুল হোসেন, অহিদ মিয়া, চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, বিবিএ অনার্স শাখার সভাপতি আনিক রহমানসহ কলেজের ছাত্র-ছাত্রী ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী। পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply