বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৩১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে
শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের কার্যালয়ে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম তাজু প্রমূখ।
অনুষ্ঠানে মিজানুর রহমান বাবুলকে আহবায়ক ও সদস্য সচিব মিজানুর রহমান মিলন করে ৩১সদম্য বিশিষ্ট ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।
চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এই মূলমন্ত্রে সারা দেশে কৃষক লীগকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি। দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন আগামী তিন মাসের জন্য এই আহবায়ক কমিটি ঘোষণা করা হইলে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি করে সামনে কৃষক লীগের আরো শক্তিশালী হবে বলে আশা করেন।
এইসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগ ও ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মীরা।
Leave a Reply