শিরোনাম:
পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন জাতীয়তাবাদী শ্রমিকদলের মতবিনিময় সভা লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত -৩, আহত ২০জন কফিল উদ্দিন বিশ্ববিদ্যাল কলেজ সভাপতির আগমন উপলক্ষে আনন্দ মিছিল লক্ষ্মীপুরের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির সভাপতি কাউছার, সম্পাদক মহিন

লক্ষীপুরে বিএসপি’র উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪
  • 559 Time View

বিশেষ প্রতিনিধি;

সম্প্রতি দেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির উদ্যোগে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৪নং মান্দারী ইউনিয়নের জিল্লুর রহিম কলেজ, মান্দারী হাই স্কুল, মান্দারী আলফালাহ ইসলামিয়া মাদ্রাসা, মিয়াপুর নূরানী মাদ্রাসা বিভিন্ন আশ্রয়কেন্দ্রসহ বাড়িতে বাড়িতে গিয়ে বন্যার্তদের মাঝে বিএসপি’র চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী প্রেরিত উপহার সামগ্রী এই মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। বিএসপি’র অতিরিক্ত মহাসচিব সাবেক এসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিএসপি নেতৃবৃন্দ এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএসপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ইব্রাহিম মিয়া, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন। আরও উপস্থিত ছিলেন, মো. শাহ আলম নান্টু, আহসান উল্লাহ মাস্টার, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ জিয়াউর রহমান সুমন টিপু, জ্যোৎস্না রানী মজুমদার মোহাম্মদ হাশেম ভান্ডারীসহ লক্ষ্মীপুর জেলার বিএসসির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের এই উদ্যোগ বন্যার্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে এবং সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। উপহার হিসেবে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। বন্যা কবলিত মানুষের মাঝে উপর সামগ্রী বিতরণকালে বিএসসির অতিরিক্ত মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার লক্ষ লক্ষ মানুষ আজ বন্যার কারণে মানবেতর জীবন যাপন করছে। আমরা মনে করি তাদের প্রয়োজনের তুলনায় বিএসসির এই উপাহার সামগ্রী সামান্য তিনি আরও বলেন বন্যা পরবর্তীতে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সকলের সাথে কথা বলে সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে না গেলে ভবিষ্যৎ পরিস্থিতি আরো ভয়াবহ হবে। খাদ্য উৎপাদনে কৃষককে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ,সার কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ যথা সময়ে সরবরাহের জোর দাবি করেন তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি সাধ্য অনুযায়ী বন্যা কবলিত সকল এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।

আমরা হিংসার রাজনীতির পরিবর্তে সম্প্রীতি ও সহঅবস্থানের রাজনীতিতে বিশ্বাসী তিনি আরও বলেন আমরা চাই রাজনীতি হোক জনগণের কল্যাণে যে রাজনীতি কথা বলবে অসহায় ও অবহেলিত মানুষের জন্য। উপহার সামগ্রী বিতরণে সর্বাত্মক সহযোগিতা করায় মিয়াপুর স্পোর্টস এন্ড এসোসিয়েশন ক্লাবসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের কর্মীদের ধন্যবাদ দেন তিনি।

বিএসপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইব্রাহিম মিয়া, বলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, মানবতার সেবা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট লাঘব করার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, সবার সহযোগিতায় এই ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে। তিনি আরও বলেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares