শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

সেচ বন্ধ থাকায় পানির অভাবে লক্ষ্মীপুরের বোরো ধান চাষিরা দিশেহারা

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২০
  • 317 Time View

বিশেষ প্রিতিনিধি :

ধানের ক্ষেত ফেটে চৌচির। সবুজ-সতেজ ধানের চারা গুলো হলদে রঙ ধারণ করেছে। ক্ষেতের চারপাশে ফসল খেকো ইঁদুরের বাসা গুলো এখন দৃশ্যমান। সেচ বন্ধ থাকায় পানির অভাবে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ও মান্দারী ইউনিয়নে বোরো ধানের প্রায় ২০ একর জমিতে এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে। এ এলাকার আরও অন্তত ৫০ একর জমিতে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হচ্ছে। ধানের চারা রোপনের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু পানির অভাবে এসব জমিতে এখন পর্যন্ত হালচাষ দেয়া যায়নি। খালে পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও স্থানীয় প্রায় তিন শতাধিক কৃষক বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন।
জানা গেছে, স্থানীয় পাটওয়ারী সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় খাল থেকে ফসলি জমিতে সেচের পানি সরবরাহ করা যাচ্ছে না। ঝুঁকিপূর্ণ একটি বৈদ্যুতিক খুঁটিকে কেন্দ্র করে স্থানীয় একটি পরিবারের বাধার মুখে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। সেচ প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে গত ২০ দিন ধরে চেষ্টা করেও এ সংকট সমাধান করা সম্ভব হয়নি। এদিকে সেচ প্রকল্পটি বন্ধ করে দিতে স্থানীয় মাটির দালালরা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে। কারণ সেচ বন্ধ থাকলে চাষাবাদ হবে না, তখন ফসলি জমির মাটি চলে যাবে ইটভাটায়। জমির মালিকরা ইচ্ছায়-অনিচ্ছায় মাটি বিক্রি করতে বাধ্য হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পাটওয়ারী সেচ প্রকল্পের অধীনে প্রায় ১৩১ একর ফসলি জমি রয়েছে, যেখানে সারাবছর ধান উৎপাদন হয়। সম্প্রতি ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে সেচ প্রকল্পটির উন্নয়ন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ। এ উন্নয়ন কাজের দু’টি অংশ হলো- পাটওয়ারী ১ কিউসেক এলএলপি স্কীম-১ এবং পাটওয়ারী ২ কিউসেক এলএলপি স্কীম-২। প্রকল্পটির স্কীম-১ মান্দারী ইউনিয়নে এবং স্কীম-২ দিঘলী ইউনিয়নের অন্তর্গত। চলতি মৌসুমের শুরুতেই প্রকল্পটির প্রায় ৮০ একর জমিতে বোরো ধান চাষাবাদ হয়। কিন্তু পানির অভাবে বাকি ৫০ একর জমিতে চাষাবাদ এখনও শুরু করতে পারেন নি কৃষকরা। ‘স্কীম-২’-তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেচ বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন চাষিরা।
স্থানীয় চাষী মো. মনছুর বলেন, পুরাতন পানি থাকায় আমি মৌসুমের শুরুতেই প্রায় ২ একর জমিতে বোরো ধান চাষাবাদ করি। কিন্তু বর্তমানে পানির অভাবে আমার সবগুলো ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। শিগগিরই সেচের পানি না পেলে আমি শেষ হয়ে যাবো।

 

চাষী মো. শামছুদ্দিন জানান, বোরো ধান চাষাবাদের শেষ সময় এখন। কদিন বাদেই শুরু হবে কালবৈশাখী ঝড়। অথচ এখন পর্যন্ত জমিতে হালচাষ করতে পারেনি। চাষাবাদ করতে না পারলে আমরা বাঁচবো কিভাবে?

পাটওয়ারী সেচ প্রকল্পের পরিচালক নুরুল হুদা বাহার পাটওয়ারী বলেন, সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগে একটি ঝুঁকিপূর্ণ খুঁটি নিয়ে স্থানীয় একটি চক্র জটিলতা সৃষ্টি করেছে। তারা চায়, সেচ প্রকল্পটি বন্ধ হয়ে যাক। যাতে সহজেই ফসলি জমির মাটি লুটে নেয়া যায়। আমি কৃষকদের সঙ্গে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাইনি। এখন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অতিদ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তন করে নতুন খুঁটিতে সংযোগ স্থাপন না করলে এ বছর চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবু তাহের বলেন, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তন করে নতুন খুঁটিতে সংযোগ স্থাপনে সময়ের প্রয়োজন আছে। আগামী ৪-৫ দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করা হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares