শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে ভর্তির লটারী সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০
  • 202 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী লটারীর মাধ্যমে বাছাই সম্পন্ন করা হয়েছে।

এসময় পুরো লটারী কার্যক্রমের অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শণ করা হয়। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল এ লটারী।
লটারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।

এছাড়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, মহিন উদ্দিন বুলু, মো. দেলোয়ার হোসেন, এ্যাড. সামছু উদ্দিন, মো. আলাউদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে এবছর ভর্তি পরীক্ষা বাতিল করে সরকার নির্দেশিত ভার্চুয়াল পদ্ধতিতে ৬ষ্ঠ শ্রেণিতে ৭৯০জন শিক্ষার্থীর আবেদনের বিপরীতে ২৮০জন লটারীর মাধ্যমে বাছাই করা হয়। এই লটারীর মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares