শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

হজে অংশ নিচ্ছেন ১৫০ দেশের মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৯, ২০২১
  • 593 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

এই বছর হজের জন্য আবেদনের সময়সীমা ছিল মাত্র ১০ দিন। কিন্তু এই অল্প সময়েই সাড়ে পাঁচ লাখের বেশি লোক নিবন্ধন করেন। আগেই বলে দেওয়া হয়েছিল- হজ পালনের সুযোগ পাবেন কেবল ৬০ হাজার হজযাত্রী। সৌদিতে অবস্থানরত ১৫০টি দেশের এই নির্দিষ্ট সংখ্যক হজযাত্রী এবার সেই সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (০৯ জুলাই) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে প্রভাবশালী সংবাদমাধ্যম সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
আগের ঘোষণা অনুযায়ী হজযাত্রীদের অবশ্যই করোনার টিকা দেওয়া থাকতে হবে। পাশাপাশি সংক্রমণ রোধে ও মহামারি থেকে সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করতে হবে।
সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে আরো জানা গেছে, ইতোমধ্যে সৌদি সরকার দেশটিতে অবস্থানরত ১৫০টি দেশের নাগরিকদের থেকে ৬০ হাজার আবেদনকারীকে নির্বাচন করেছে।
সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে হজের আবেদনকারীদের নির্বাচন করা হয়েছে। ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও প্রথম বার হজ পালনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও করোনা টিকা গ্রহণ ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।
অন্যদিকে সৌদির প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে জানা জানায়, হজ পালনের সময় হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন স্থানের হাসপাতালগুলো গুরুত্বসহকারে প্রস্তুত করা হয়েছে। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে, মক্কা নগরীর জাবালে রহমত, আরাফাহ প্রাঙ্গণ, মিনা প্রান্তরের হাসপাতাল। এছাড়াও বিভিন্ন স্থানে মোবাইল হাসপাতালের ব্যবস্থা করা হয়।
এর আগে বুধবার (০৭ জুলাই) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, হজের স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি হাজিদের সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। তাছাড়া স্মার্টফোনের সাহায্যে হাজিদের সার্বিক গতিবিধি ও স্বাস্থ্য পরিস্থিতি নিরীক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে হাজিদের সেবা দিতে ৪৫টি স্ট্রোক সেন্টার থাকবে। জাবালে রহমত এলাকায় ২৩টি ও মিনা প্রান্তরে থাকবে ২২টি। এছাড়াও ৪২টি নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকবে। হজের স্থানগুলোতে চিকিৎসাসেবা দিতে কাজ করবে ৩২টি চিকিৎসক দল ও ৩৬টি অ্যাম্বুলেন্স। সুত্র:আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares