শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

 বেগমগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ অভিযোগ 

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৫, ২০২১
  • 297 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫স্কুলের রাস্তা থেকে অপহরণ করে  মাস আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।রোববার (১৪ নভেম্বরওই কিশোরী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

এরপর মামলা তুলে নিতে ওই ছাত্রীর মুঠোফোনে ফোন দিয়ে হুমকি দেয় ধর্ষকরা। হুমকিতে ধর্ষণের ছবিভিডিও ভাইরাল করার কথা বলা হয় বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়আগে থেকেই ওই সন্ত্রাসী গ্রুপ স্কুলে যাওয়াআসার পথে তাকে উত্ত্যক্ত করত।  ব্যাপারে সে তার খালাকে জানালে সন্ত্রাসীরা আরও ক্ষেপে যায়। ২৬ আগস্ট সকাল ১০টায় ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় উপজেলার নরোত্তমপুর গ্রামের আবদুল্লা আল মামুন (২৮), একই গ্রামের কামাল (৪৬), নাছের (২৫), হাজীপুর পাঁচ বাড়ির ফরহাদ (২৭তাকে অপহরণ করে সিএনজিযোগে সেনবাগ থানার ছাতারপাইয়ার অজ্ঞাত ব্যক্তির বাড়িতে আটক করে রাখে।আবদুল্লা আল মামুন  কামাল তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণের পর ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় বের করে এনে সোনাইমুড়ি থেকে লাল সবুজবাস যোগে ঢাকায় নিয়ে পরবর্তীতে টাঙ্গাইল শহিদপুর গ্রামের এক বাড়িতে নিয়ে আটকে রাখে।

কামালনাছের  ফরহাদ পালাক্রমে ধর্ষণ করে এবং স্থানীয় অজ্ঞাত যুবকদের এনেও তাকে ধর্ষণ করায়। সে অজ্ঞান হয়ে গেলে ওষুধ খাইয়ে একটু সুস্থ করে আবারও ধর্ষণ করত।গত  নভেম্বর (মঙ্গলবারওই ছাত্রী কৌশলে পালিয়ে তারবাড়ি চলে আসে এবং একটু সুস্থ হয়ে ১৪ নভেম্বর (রোববার) বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন বলেন, বাদী যখন আমাকে দিয়ে এজাহার লিখাচ্ছিলেন তখনও ধর্ষকরা ভিকটিমের মোবাইলে কাধিকবার কল করে এ জঘন্য ঘটনার বিচার হওয়া দরকার।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রন বলেন, এঘটনায় মামলা করা হয়েছেবিষয়টি অত্যন্ত স্পর্শকাতর তাই সব কিছু মাথায় রেখে সামনে এগুচ্ছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares