শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৫, ২০২২
  • 777 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :
চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীতকরণ এবং তা বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন, লক্ষ্মীপুরের প্রবীণ রাজনীতিবিদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। তিনি বলেন, দীর্ঘ ৫৬ বছরের থানার দাবি পূরণ হয়েছে ২০১৪ সালের ২জুন তারিখে। ওইদিন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার বৈঠকে চন্দ্রগঞ্জ থানার অনুমোদন দেয়া হয়। এরমধ্যে ৬ বছর পেরিয়ে গেছে। এখন উপজেলা বায়স্তবায়ন ছাড়া আমাদের আর কোনো দাবি নেই।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন বর্তমান সরকারের কাছে উপজেলা বাস্তবায়নের এই দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াছমিন লিকা, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাক্টর, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কামাল ও এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।

এসময় চন্দ্রগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব এম আলাউদ্দিন লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, চন্দ্রগঞ্জ থানার এলাকার ৯টি ইউনিয়নে সাড়ে ৩ লাখ মানুষ বসবাস করেন। এখানে ২টি পূর্ণাঙ্গ পুলিশ
প্রশাসনিক থানা রয়েছে। রয়েছে একটি সাব-রেজিষ্ট্রি অফিস। তাই চন্দ্রগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করণের সবধরনের ব্যবস্থা রয়েছে। আমরা চাই বর্তমান সরকারের আমলেই যেন চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়ন হয়। এর জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares