শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

বিএনপির বিক্ষোভ সমাবেশ ১৪৪ ধারা ভঙ্গ করে

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩১, ২০২২
  • 678 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ১৪৪ ধারা এলাকার বাইরে চারটি আলাদা স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পাটোয়ারীপোল নামক স্থানে তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও জেলা বিএনপি সদস্য শামীমা বরকত লাকী, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সমুনসহ আরও অনেকে। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু অভিযোগ করেন, দলীয় কর্মসূচি করার অনুমতি দিয়েও পরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের কোন দলের অনুগত না হয়ে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করার আহবান জানান।

এদিকে, উপজেলার একলাশপুর বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ৫-৬টি টিয়ার সেল নিক্ষেপ করে।

জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করার কারণে কোন দল সভা সমাবেশ করতে পারেনি। র‌্যাব-পুলিশসহ প্রায় তিনশত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে ছিলেন। তবে পৌর এলাকার বাইরে বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশ করার কারণে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়েছে বলে খবর পেয়েছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares