শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

মানবতার ফেরিওয়ালা লায়ন এ জেড এম মাইনুল ইসলামের জন্মদিন

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২
  • 404 Time View

ইসমত দ্দোহা বাবুঃ

মানবতার ফেরিওয়ালা লায়ন এ জেড এম মাইনুল ইসলামের আজ শুভ জন্মদিন।

বিশ্ববলয়ে মাঝে মাঝে অসামান্য বিরল কিছু মানুষের দেখা মেলে। যাঁরা সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে বেড়ে উঠে একসময় শ্রম-মেধা সৃজনশীলতা সর্বোপরি জনকল্যাণ দায়িত্ববোধের সর্বোচ্চ প্রকাশ দেখিয়ে গভীর স্বপ্নবিলাসী আত্মজিজ্ঞাসার সার্থক বাস্তবায়ন ঘটিয়ে জাগিয়ে তোলেন জনপদ-জনসমাজ, জনগোষ্ঠী এবং স্বদেশকে। কোন অহংবোধ নয়, কোন আত্মকেন্দ্রিকতা নয়, কোন কুক্ষিগত স্বেচ্ছাচারের প্রতিভূ নয়, জনমানুষের সঙ্গে সংযুক্ত থেকে স্বচ্ছতা নিয়ে তাঁর পথচলা দেশ গড়ার নির্মোহ অবিচল সংগ্রাম তাকে কালের পাতায় করে তোলে সর্বজন বরণীয় স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে। তাঁর কীর্তিযশ দেশ-কালের গন্ডি ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বসমাজে। তিনি হয়ে উঠেন সবার কাছে অনুকরণীয় অনুসরণীয়।

যার তুলনা, প্রশংসা, সুনাম, তার কর্মের গুণগান করার জন্য অভিধানের শব্দমালা যথেষ্ট হয় না। তিনি আর কেউ নন, লেখক, সাংবাদিক, সংগঠক ও তরুণ সমাজসেবক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। তিনি মানবতাবাদী, মানবতার মহান সেবক, তিনি মানবতাবাদীদের লিডার, সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল, হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি, একজন সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার ফেরিওয়ালা নামেই জনপ্রিয়।

২০২০ সালের মার্চের শুরুতে দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর সারাদেশে সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি। করোনা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের মাঝেও তৈরি হয় অজানা আতঙ্ক। অদেখা-অজানা ভাইরাসের আতঙ্কে মানুষ হয়ে পড়েন ঘরবন্দী। মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ তখন জীবনের ঝুঁকি নিয়ে বিনামূল্যে বিতরন করেন সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও কোভিট -১৯ করোনা ভাইরাস প্রতিরোধক আর সেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30)।

শুধু তাই নয়, আমার দীর্ঘ ৭ বছরের পথচলায় আমি দেখেছি, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে, অন্যের বিপদে ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী বিপদ মুক্ত করতে। আমি দেখেছি, সুবিধা বঞ্চিত, অসহায়, মানুষের পাশে দাঁড়িয়ে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মানুষের ভালোবাসা কুড়াতে। আমি শিখেছি তাঁর কাছ থেকে, ‘মানুষ মানুষের জন্য, এটাই হোক মানুষের ধর্ম’। তাঁর চেতনা, আদর্শ, নীতি সব কিছু দেখে কবি গুরুর একটা কথা মনে পরে ,তোমার চেতনার রঙে পান্না হলো সবুজ, আমি চোখ মেলিলাম আকাশে, জ্বলে উঠল আলো পূর্ব পশ্চিমে।

প্রিয় নেতা, প্রিয় মানবতার ফেরিওয়ালা, প্রিয় সম্পাদক, প্রিয় আমাদের আইকন-আইডল, প্রিয় আমার অনুপ্রেরণা; জন্মদিনে আপনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, সালাম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares