শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

চন্দ্রগঞ্জ বাজার বনিক কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩
  • 734 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বনিক কল্যান সমিতির নির্বাচন উৎসবমূখর ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ বাজারের ইতিহাসে প্রথম বারের মতো প্রার্থীরা বিপুল সংখ্যক ব্যানার পোস্টার সাটিয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ৯শ ৯৭জন ভোটারের মধ্যে ৯শ ৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি ও সাধারন সম্পাদক সহ মোট ১৮টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে এম ছাবির আহম্মেদ ছাতা প্রতীকে পেয়েছেন ৬২৮ ভোট তার নিকটতম প্রতিদন্ধী মিজানুর রহমান বিপ্লব চেয়ার প্রতীক পেয়েছেন ২৮৫ ভোট। সাধারন সম্পাদক পদে মাওঃ আবদুল কুদ্দুছ  আনারস প্রতীকে পেয়েছেন ৬৫০ ভোট নিকটতম প্রতিদন্ধী মফিজুল আলম স্বপন মাছ প্রতীকে পেয়েছেন ১৪৮ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চশমা প্রতীকে ৫২২ ভোট, আইন বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হাত পাখা প্রতীকে ৫৩৫ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে সামছুউদ্দিন রাজু বটগাছ প্রতীকে ৬১৬, জামাল পাশা কাপপিরিচ প্রতীকে ৪৯৮, অঞ্জন কুমার কুরি মাইক প্রতীকে ৪৮০, মো. গিয়াস উদ্দিন বালতি প্রতীকে ৪১৫, নাজমুল হোসেন বাস প্রতীকে ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়।
বিনা প্রতিদন্ধীতায় ৯টি পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে আলী করিম মেম্বার, বাবু গৌতম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে কাজী মামুনুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে বাবুল হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ সাহাব উদ্দিন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সালাউদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক নাচির খান, দপ্তর সম্পাদক মো. সেলিম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন এবং ফলাফল ঘোষনা করেন প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু শান্তি রঞ্জন পাল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন।
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন।
এসময় হাজার হাজার উৎসমূখর জনতা ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares