শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাঈন উদ্দিন হামীম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সুমাইয়া মেমোরিয়াল স্মৃতি বৃত্তি প্রদান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো শাহআলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা চন্দ্রগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলোচনায় ফজলুর রহমান বাবু ও বীনা আক্তারের “তুমি আমার মনের মানুষ” বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদের মৃত্যুতে সৌদি প্রবাসী বিএনপির দোয়া ও আলোচনা সভা লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মদ পাঠাগার উদ্ধোধন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জিয়া সৈনিকদলের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিক ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৩, ২০২৩
  • 1937 Time View

বিশেষ প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে
রফিকুল ইসলাম প্রিন্সকে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে কলাভবন কক্ষে এ সংবর্ধনা ক্রেস্ট দেয়া হয়।
সংবর্ধনা ও ক্রেস্ট প্রধান অনুষ্ঠানে আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন ডিপার্টমেন্টের ডীন প্রফেসর ড. মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, প্রফেসর নুরনাহার মজুমদার, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা,অধ্যাপক মেফতাহুল হাসানসহ বিভাগের সকল শিক্ষকমণ্ডলী।

প্রধান অতিথি বলেন, আইন বিষয়ে এই অর্জন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখবেন। আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তুলতে আপনাদের অবদান রাখতে হবে। তিনি বলেন রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে প্রয়োজনে রিট করবেন।

প্রফেসর ড. সরকার আলী আক্কাস বলেন, আমরা আপনাদের এ অর্জন নিয়ে গর্বীত, সাধারণ মানুষজনকে বিপদ আপদে পাশে থাকবেন, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় দেশের পাশে থাকবেন। আমরা ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন আদালে বিচারক, আইনজীবী আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাই আপনারা আরও এগিয়ে যান।

রফিকুল ইসলাম প্রিন্স এর কাছে তার অনুভূতি জানতে চাইলে বলেন,আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্ট থেকে ‘সেরা ছাত্র’ স্বীকৃতি হিসাবে ক্রেস্ট পেয়েছি। আচ্ছা, এই ঘটনার প্রেক্ষিতে নিজেকে কিভাবে শুভেচ্ছা জানানে যায় বলুন তো? আমার ধারণার বাইরে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো আমায় স্তব্ধ করে ফেলে তার মধ্যে এটি একটি। আমি জগন্নাথে থাকা কালিন অবস্থায় নিজেকে এতটা সুউচ্চ পর্যায়ে নিতে পেরেছি বলে আগে অনুভব করিনি। অনুভব করিনি আমার শ্রদ্ধেয় প্রিয় শিক্ষকদের কাছে আমি সেরা ছাত্র ছিলাম। এই অনুভব না করার জন্য আমি এখন ভালো অনুভব করছি। কারণ, অসাধারণ কিছু হঠাৎ পেলেই অধিক আনন্দ।
অনুষ্ঠান শেষে রফিকুল ইসলাম প্রিন্সকে জেলা ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী এবং আইন ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares