বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজারের আরমান ষ্টোরের একটি নতুন অটোরিক্সা (মিশুক) চুরি করে নিয়ে যায় চালক।
এ ব্যাপারে অটো রিক্সার মালিক আবদুর রহিম ওরফে ছোবহান বেগমগঞ্জ মডেল থানায় চালককে বিবাদি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অটো রিক্সার মালিক মৃত আবুল হোসেন ছেলে আবদুর রহিম ওরফে ছোবহান জানান, আমি গত ১৭ অক্টোবর চৌমুহনী চৌরাস্তা থেকে একটি অটোরিক্সা (মিশুক) গাড়িটি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে ক্রয়করি। আলাইয়ারপুর ইউনিয়নে মিয়াপুর গ্রামের জালাল আহাম্মদের ছেলে সালা উদ্দিনকে ৫ই নভেম্বর থেকে প্রতিদিন ৩৫০টাকা করিয়া ভাড়া দিয়। সে নিয়মিত ভাড়া প্রধান করিয়া থাকে। যথারীতি গত ১৮ই নভেম্বর সকালে গাড়ি গ্যারেজে থেকে নিয়ে আর জমা দেয়নি। আমি তার পরিবারের কাছে বিষয়টি জানিয়েছি তারা বলে সালা উদ্দিনের সাথে আমারা যোগাযোগ করতে চেষ্টা করিছি কিন্তু সে আমাদের মোবাইল ধরেনা। পরে আমি নিরুপায় হইয়া এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি প্রশাসনের কাছে আমার চুরি হওয়া গাড়ি উদ্ধার ও চেরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।
Leave a Reply