ইব্রাহিম খলিল মঞ্জু :
বিএনপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি-ডাকাতির প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী’র নির্দেশে চন্দ্রগঞ্জ থানা বিএনপি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড হতে বিক্ষোভ মিছিলটি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সভায় বক্তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে বলেন অন্যায়কারী যেই-ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (কালামুন্সী) বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আজ আমরা মুক্ত স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ পেয়েছি। কিন্তু এক শ্রেণির বাগদাস দলের নাম ভাঙ্গিয়ে ডিম খেয়ে যাবে আর দলের বদনাম করবে তা আমরা হতে দিবনা। তিনি আরও বলেন একটা বিষয় মনে রাখবেন, বিগত সরকারের দোসররা এখনো মাঠে আছে, সুযোগ পেলেই অপকর্ম করে আমাদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাবে। বাজারে হোক আর গ্রাম-গঞ্জে হোক যেখানেই সন্ত্রাস-চাঁদাবাজির খবর পাবেন দ্রুত দলীয় নেতাকর্মীদের জানাবেন, পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিবেন। নিজের হাতে কেউ আইন তুলে নিবেন না। কোন সন্ত্রাসী আমাদের দলের না, আমরা কোন অন্যায়কারীকে সমর্থন করিনা।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত ১৭ বছর আমরা চন্দ্রগঞ্জ এলাকায় প্রকাশ্যে কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা আজ উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পেয়েছি। আমরা যারা বিএনপি’র রাজনীতি করি তারা সবাই বিগত ১৭ বছর দুঃখ কষ্ট ভোগ করেছি। কিন্তু কিছু লোক আমাদের দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও অপকর্ম করার তথ্য আমাদের কাছে আসতেছে ।
তিনি আরও বলেন আপনারা এলাকায় সবার ঘরে ঘরে যাবেন, জনসাধারণের খোঁজ খবর নিবেন। কোথাও কোন অপকর্মের তথ্য পেলেই আমাদেরকে জানাবেন আমরা কোন নেতাকর্মীর অপকর্মের দায়ভার নিব না।
এর আগে বিকেল বেলায় বাজারের ব্যাবসায়ী ও জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফেলট বিতরণ করা হয়।
উক্ত পথ সভায় আরও বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী করিম মেম্বার, কফিলউদ্দিন কলেজ গভর্ণিংবডি সদস্য ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনিরুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা।
এসময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খান, সদস্য সচিব নুর হোসেন হারুন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম দিপু, লক্ষ্মীপুর জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হান্নান, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য ইয়াকুব মুন্না রিপন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ, সদস্য সচিব নাজমুল হাসান কাউসার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনির আহমেদ টিপু, চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply