শিরোনাম:
ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ পানিবন্দি মানুষের পাশে আল আমিন ফাউন্ডেশন লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে বেগমগঞ্জে বিএনপির বিক্ষোভ বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চন্দ্রগঞ্জের মাকছুদুর রহমান চন্দ্রগঞ্জে দিনের আলোতে অপহরণ ৪ জন গ্রেফতার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে তফসিল ঘোষণা চন্দ্রগঞ্জ থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, কর্মকর্তা-ফোর্সদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বেগমগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫
  • 637 Time View

ইসমত দ্দোহা  :

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকাল ৯টায় স্কুল মাঠে পিটির মাধ্যমে শুরু হয় কার্যক্রম।
চন্দ্রগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমানউল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম সুমন, ইউপি সদস্য নুর হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. অহিদ মিয়া, সিনিয়র সাংবাদিক মো. মহসীন, সাংবাদিক মো. ইসমত দ্দোহা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সত্তার, ইমাম হোসেনসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো.জাবেদ হোসেন ও সাহানাজ সুলতানা।

আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টএ অংশগ্রহণ করেন। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিটি ইভেন্ট। আগত অতিথি, অভিভাবক, শিক্ষার্থী সবাই উপভোগ করেন ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠন।

আগত অতিথিগণ আলোচনা সভায় আয়োজনের ভূয়সী প্রসংশা করেন। বিশেষ করে বিদ্যালয়ের নিয়মিত এসেম্বলি কার্যক্রম ছিলো অসাধারণ। সকল শিক্ষার্থী খুব সুশৃঙ্খল ভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করে। আগত অতিথিগণ আরও বলেন, নিয়মিত লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে অংশগ্রহণ শিশুদের মেধা বিকাশে সহায়তা করে।

খেলাশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares