শিরোনাম:
ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ পানিবন্দি মানুষের পাশে আল আমিন ফাউন্ডেশন লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে বেগমগঞ্জে বিএনপির বিক্ষোভ বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চন্দ্রগঞ্জের মাকছুদুর রহমান চন্দ্রগঞ্জে দিনের আলোতে অপহরণ ৪ জন গ্রেফতার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে তফসিল ঘোষণা চন্দ্রগঞ্জ থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, কর্মকর্তা-ফোর্সদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

চন্দ্রগঞ্জে ৭১শহীদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
  • 549 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ নূরমিয়া মুন্সি বাড়ি ৭১শহীদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নূরমিয়া মুন্সি বাড়ির ইয়ুথ ক্লাব মাঠে এই খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কালাম কালা মুন্সি, সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নজরুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মণির হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহবায়ক ওমর খান, যুগ্ম আহবায়ক জালাল আহাম্মদ, সদস্য সচিব নুর হোসেন হারুন।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রায়হান ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াকুব মুন্না রিপন অনুষ্ঠানটি সঞ্চালনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিকবিদ ইব্রাহিম খলিল, শ্রমিকদলের নেতা মনির হোসেন রাজন।
প্রধান অতিথি আবুল কালাম কালা মুন্সি তার বক্তব্যে বলেন, ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন ও তরুণ সমাজকে আলোকিত করতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রোধ করতে ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই খেলার উন্নয়নে যে কোন সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।

ফাইনাল খেলায় লাঁকড়িয়াকান্দি খেলাঘর একাদশ ১-০ গোলে সুলতানাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজ আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares