বিশেষ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের নবমী রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্রী শ্রী রক্ষা কালি মন্দির ও সর্বজয়া পূজা মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। পূজা মণ্ডপজুড়ে ছিল বর্ণিল আলোকসজ্জা, ভক্তিমূলক গান আর ধর্মীয় আচার-অনুষ্ঠানের আবহ।
শ্রী শ্রী রক্ষা কালি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব দেববনাথ বলেন, আমাদের এই আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীকও বটে। সকলের অংশগ্রহণে আমরা আরও উৎসাহিত।
কমিটির সাধারণ সম্পাদক সমীর কর্মকার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা মিলেছে।
এই সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি চন্দন কর্মকার, যুগ্ম সম্পাদক গণেশ কুরি, কোষাধ্যক্ষ অঞ্জন কুরি ও সাংগঠনিক সম্পাদক উত্তম চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যদিকে, চন্দ্রগঞ্জ সর্বজয়া পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন পাল ও সাধারণ সম্পাদক কাকন কুরি জানান, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষ পূজা উদযাপনে অংশ নিয়েছেন। এবারের আয়োজন আগের বছরের তুলনায় আরও বর্ণাঢ্য ও আকর্ষণীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন সবুজসহ এলাকার অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।
ভক্তরা জানিয়েছেন, পূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপে বিরাজ করছে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ।
Leave a Reply