লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনসিডি) কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম-মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও কলেজ গভর্নিংবডির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “ছাত্ররাই জাতির ভবিষ্যৎ। ছাত্র রাজনীতি মানে আদর্শ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে গড়ে ওঠা নেতৃত্বের চর্চা। বিএনপির আদর্শ হচ্ছে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নেওয়া।”
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেন, “ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি চেতনার নাম। নবীন শিক্ষার্থীরা শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাইচ্ছু, সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ ভুঁইয়া এবং জেলা শ্রমিক দলের নেতা হান্নান ভুঁইয়া।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেরাব হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আজিম হোসাইন (হারুন) ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন (রিংকু)।
দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নবীন শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply