বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা জনসাধারণের মধ্যে পরিচিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। পরে স্থানীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ, আমানউল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম সহিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন (ক্যাশিয়ার), ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাহারুল আলম সুমন, সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম কোম্পানী, উপজেলা যুবদলের যৌথ আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টি আই সুজন, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর ও জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সময়োপযোগী উদ্যোগ। তারা আরও বলেন, এই ৩১ দফা জনগণের অধিকার, গণতন্ত্র ও রাষ্ট্রসংস্কার নিয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করেছে, যা পরিবর্তন-আকাঙ্ক্ষী মানুষের কাছে শক্ত বার্তা দিচ্ছে।
বক্তারা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিএনপির প্রস্তাবিত নীতিমালা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আরও তৎপর হওয়ার পরামর্শ দেন।
Leave a Reply