সৈয়দ আহম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত “শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা” শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে শুক্রবার (২১ নভেম্বর) এ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা কেন্দ্রে হল সচিব হিসাবে দায়িত্ব পালন করেন, মোহাম্মদ খোরশেদ আলম, সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী আলতাফ হোসেন সবুজ, সহ–হলসুপার মনির হোসেন মুন্না সার্বিক তদারকি নিশ্চিত করেন। পুরো পরীক্ষার কর্মকাণ্ড পরিচালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদ হোসেন, সহ পরীক্ষা নিয়ন্ত্রক, মো: সোহেল মাহমুদ, কেন্দ্রে পরিদর্শনের জন্য উপস্থিত ছিলেন, আবদুল কাদের, প্রধান শিক্ষক, গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুল মতিন, পরিচালক, চন্দ্রগঞ্জ আইডিয়াল একাডেমি, এস. আর. রানা চৌধুরী, নির্বাহী পরিচালক, শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি, মোহাম্মদ আলমগীর চৌধুরী, চেয়ারম্যান, শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি, আনোয়ার হোসেন বাচ্চু, উপদেষ্টা, শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি, মাহবুবুর রহমান খোকন সভাপতি জাতীয় মানবাধিকার কমিশন লক্ষীপুর জেলা, মাইনুল ইসলাম সুজন সহকারী শিক্ষক, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইসমাইল হোসেন সুজন সভাপতি বি, কে, বি ক্লাব ও ডা: ইসমাইল হোসেন পরীক্ষা পরিদর্শন শেষে কর্মকর্তারা শিক্ষার্থীদের মনোযোগ, উপস্থিতি ও শৃঙ্খলাকে প্রশংসা করেন।
শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন,আমরা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সঠিক মূল্যায়নে বদ্ধপরিকর। এ বৃত্তি পরীক্ষা শুধু প্রতিযোগিতা নয়, মানসম্পন্ন শিক্ষা বিস্তারের একটি উদ্যোগ।
নির্বাহী পরিচালক এস. আর. রানা চৌধুরী বলেন, প্রতিবছরের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি আমাদের অনুপ্রাণিত করে। আমরা আগামীতে আরও উন্নত আয়োজনের অঙ্গীকার করছি।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। সকলের সহযোগিতায় এক শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া পরিদর্শক ও কর্মকর্তারা বৃত্তি পরীক্ষার আয়োজনকে শিক্ষার প্রসারে অবদান রাখার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেন।
Leave a Reply