প্রতিদিনের খবর ডেস্ক:
বাংলাদেশ পেল বিশ্বকাপের দ্বিতীয় জয় এবং সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলেন টাইগাররা । যোগ্য সঙ্গী হিসেবে লিটন দাসও উপহার দিয়েছেন ৯৪ রানের অপরাজিত নান্দনিক এক ইনিংস। এই দুই ব্যাটসম্যানের সামনে পাত্তাই পাননি ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী পেসাররা। সাকিব অপরাজিত ১২৪ রানে।
এর আগে সোমবার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড টনটনে টস বল বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শাই হোপের ৯৬ ও এভিন লুইসের ৭০ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্যে খেলতে নেমে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে সহজ জয় তুলে নিয়েছেন সাকিব-লিটনরা।
ইনিংস শেষে স্কোরকার্ডে সংগ্রহ দাঁড়ায় ৩২১ রান। স্বস্তিতেই থাকার কথা ছিল উইন্ডিজের। কিন্তু সাকিব আল হাসানের ৯৯ বলে অপরাজিত ১২৪ ও লিটন দাসের ৬৯ বলে ৯৪ রানের মহাকাব্যিক অপরাজিত ইনিংসে ক্যারিবীয়দের করা ৩২১ রানের সংগ্রহটা মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখেই টপকে ফেলেছে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে নিজেদের ৫ম ম্যাচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন জয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বইছে প্রশংসার জোয়ার। সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে ধারাভাষ্যকার এমনকি সাধারণ সমর্থকরাও করছেন বাংলাদেশ বন্দনা, প্রশংসায় ভাসাচ্ছেন দুই নায়ক সাকিব-লিটনকে।
(১৭ জুন) টনটনে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয়দের চেপে ধরে মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজ। ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে উইন্ডিজরা। ফলে জিতার জন্য বাংলাদেশকে টার্গেট দেয় ৩২২ রানের।
জবাবে ব্যাটিং করতে নেমে ৪১.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৩২২ রান করে বাংলাদেশ। ফলে ৭ উইকেটের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় বাংলাদেশ।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কাঁপছে বাংলাদেশের জয়ে। টাইগারদের উন্নতির কথা তুলে ধরেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার, কোচ ও সাংবাদিকরা।
Leave a Reply