প্রতিদিনের খবর ডেস্ক :
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচা পেঁপের দাম। গত সপ্তাহে তুলনায় দ্বিগুণ বেড়ে এ সবজি এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। পেঁপের পাশাপাশি দামি সবজির তালিকায় রয়েছে বেগুন ও কাকরল। এদিকে গত সপ্তাহের চেয়ে অনেকটাই বেড়েছে মাছের দামও। ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হওয়া প্রতিটি ইলিশ মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৫০০ টাকায়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, মোহাম্মদপুর, ও শান্তিনগরসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়। এদিকে চিংড়ির বাজারে বেশি দাম হাঁকতে দেখা গেছে। গত সপ্তাহে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিংড়ি আজকের বাজারে ৭০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম প্রায় দ্বিগুণ বেড়ে ৬০-৭০ টাকা হয়েছে। একই দামে বিক্রি হচ্ছে কাকরল। পেঁপে ও বেগুনের দাম হঠাৎ বেড়েছে। পেঁপের অস্বাভাবিক দামের বিষয়ে ব্যবসায়ীরা জানান, আড়তে হঠাৎ করেই পেঁপের সঙ্কট দেখা দিয়েছে। সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। অনেক ব্যবসায়ী আড়তে গিয়ে পেঁপে কিনতে পারেননি। এছাড়া রোজারও একটি প্রভাব রয়েছে। বেগুনের দাম বাড়ার বিষয়ে একই তথ্য জানান তারা। হাজিপাড়া বৌ-বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, গত সপ্তাহে পেঁপে ৩০ টাকা কেজি বিক্রি করেছি। কিন্তু আজ ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব না। আমরা তো ৫০ টাকায় বিক্রি করছি, অন্য বাজারে গিয়ে দেখেন ৭০ টাকা কেজি। বাজারে সবজি কিনতে আসা মো. ইয়াসিন আলী পেঁপের দাম শুনেই বিস্ময় প্রকাশ করেন। পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আজব দেশে বাস করছি। এক এক সময় এক এক জিনিসের দাম বেড়ে যায়। যেন দেখার কেউ নেই। হাজিপাড়া বৌ-বাজার থেকে রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা পেঁপে ৭০ টাকা কেজি বিক্রি করছেন। পেঁপেরর এমন দামের বিষয়ে ব্যবসায়ী আলি হোসেন বলেন, পেঁপে চাহিদা সব সময় থাকে। তবে রোজার সময় চাহিদা বেশি থাকে। রোজা আসতে তো আর বেশি দেরি নেই, এ জন্যই হয়তো দাম বেড়েছে। তিনি আরও বলেন, আমরা কিছু পেঁপে আনতে পেরেছি অনেক ব্যবসায়ী আড়তে গিয়ে পেঁপে পাননি। বাজার ঘুরে দেখলেই বুঝতে পারবেন, কয়জনের কাছে পেঁপে আছে। বেগুনের দামের বিষয়ে ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গত সপ্তাহে এক কেজি বেগুন ৪০ টাকা বিক্রি করেছি। আজ ৬০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। রোজা কাছাকাছি চলে আসায় বেগুনের দাম বেড়ে গেছে। রোজার আগে এ সবজিটির দাম কমার তেমন সম্ভাবনা নেই।
Leave a Reply