প্রতিদিনের খবন ডেস্ক :
চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন ক্রিকেট ভক্তরা। সেই আস্থার প্রতিদানও দিয়েছেন টাইগাররা। পুরো বিশ্বকাপেই দারুণ খেলা উপহার দিয়েছেন সাকিব-মুশফিকরা।
এই আসরে বাংলাদেশ যদি চ্যাম্পিয়নও হয়, তবু অবাক হওয়ার কিছু থাকবে না বলেও মন্তব্য করেছিলেন অনেকে। আপাতত বাংলাদেশের সেমিফাইনাল খেলা কঠিন সমীকরণে থাকলেও আশা ছাড়ছেন না টাইগাররা। আর সেই লক্ষ্যেই ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে হারলেই টাইগারদের সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে যাবে। তাই আপাতত জয়ের কোনো বিকল্প নেই মাশরাফিদের সামনে।
এদিকে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহর জন্য দল অপেক্ষা করবে শেষ মুহূর্ত পর্যন্ত। চূড়ান্ত সিদ্ধান্তের ভার তার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। সকালে ফিটনেস টেস্ট দিয়ে নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে অভিজ্ঞ ব্যাটসম্যান। রুবেল এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৯ ওভারে ৮৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এর আগে এজবাস্টনে রবিবার যে উইকেটে ভারত-ইংল্যান্ড ম্যাচ হয়েছে, বাংলাদেশ-ভারত ম্যাচও হবে সেই একই উইকেটে। মাঠের মাঝামাঝি জায়গার উইকেট এটি নয়, বরং একটু পাশের দিকের উইকেট। তাতে এক পাশের সীমানা হয়ে যাচ্ছে মাত্র ৫৯ মিটার। আরেকপাশে সীমানা ৮০ মিটারের বেশি।
এদিকে বিশ্বকাপ জুড়ে বেশ ভালো বোলিং করে যাওয়া মেহেদী হাসান আজ থাকতে পারেন একাদশের বাইরে। রুবেল ফিরতে পারেন তার জায়গায়। রোহিত শর্মা ও বিরাট কোহলির বিপক্ষে আগে ভালো বোলিংয়ের অভিজ্ঞতাও পক্ষে গেছে রুবেলের।
তাছাড়া আজ রানিংয়ের পরীক্ষাটা করে দেখবেন মাহমুদউল্লাহ। তিনি নিজে খেলতে মরিয়া। দলও অপেক্ষায় আছে তার কাছ থেকে চূড়ান্ত ঘোষণা আসার। শেষ পর্যন্ত রানিংয়ের উপযুক্ত নিজেকে মনে না করলে তার জায়গায় একাদশে ঢুকবেন সাব্বির রহমান।
বাংলাদেশর সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। সুত্র :বিডি২৪রিপোর্ট.কম
Leave a Reply