বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কল্লাকাটা, মাদক, মশক নিধন ও পরিচন্নতা সপ্তাহ বিষয়ে ইউনিয়নের ইমাম ও মাওলানাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউ’পি সচিব আব্বাস হোসেন, পশ্চিম লতিফপুর ওয়ার্ডের ইউ’পি সদস্য সামছুল আলম, আওয়ামীলীগের ইউনিয়ন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, হাফেজ মাওঃ আবুল হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, আমাদের দেশে এখন একটি গুজব চলছে, যেমন ছেলেধরা, মাথাকাঁটা, পদ্মাসেতুতে মানুষের মাথালাগা এইসব মিথ্যা গুজব রটনা কারিদের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে । নিজে ও নিজের সন্তানাদি পরিবারকে ও সঠিক ব্যাখ্যা দিয়ে ভুল পথ থেকে সরে আসতে হবে। আমাদের আলেম সমাজকে এই সব বিষয় কুরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে দেশ ও জাতিকে এই সব গুজবে কান না দিয়ে আল্লাহর দেওয়া সঠিক পথে আসার জন্য মুসল্লিদের সচেতন করার আহবান জানান।
এছাড়া মাদক, মশক নিধন, পরিচন্নতা সপ্তাহ ও সমাজের বাল্য বিয়ে প্রতিরোধ করার বিষয়ে আলোচনা করা হয়। সমাজ থেকে এসব দূর করতে সকলে মিলে একসাথে কাজ করা এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply